
Chairman of Agrani Bank PLC is receiving Gold award of ICAB National Awards-2022

দেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেড। ২৩ জানুয়ারি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ’ সম্মেলন ও রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের হাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন ওয়ারদিং কাউন্সিলের মেয়র হেনা চৌধুরী, লন্ডন বাকিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র ফারুক চৌধুরী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক নৌবাহিনীর প্রধান আওরঙ্গজেব চৌধুরী, সাবেক বিমানবাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সাবেক বিচারপতি আবু তারিক, প্রধানমন্ত্রীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার মো. মইনুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ চৌধুরী ও নাসিম ফেরদৌস প্রমুখ।
Agrani Bank Limited received Testimonial From Honorable governor of Bangladesh Bank (Central bank of Bangladesh) Mr. Fazle Kabir For Achieving success on Refinance Scheme on Agricultural Sector.

Agrani Bank's Exchange House Remittance App wins "2020 Fintech Award" in Singapore

Syed Abdul Hamid, Managing Director and CEO of Agrani Bank Limited is receiving awards from the Honorable Minister for Commerce, Government of the People's Republic of Bangladesh, Muhammad Faruk Khan, MP.

Honorable governor of Bangladesh Bank(Central bank of Bangldesh) Dr. Atiar Rahman handing over the 'Best Remittance Service Award' to Salma Begum, Senior Officer of Mymensing Road branch of Agrani Bank Limited at the Remittance Fair organized by RAMMRU, Dhaka University held in Bangabandhu Convention Center on 10th August ,2009.