গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ২ জুন,২০১১ তারিখে পরিকল্পনা মন্ত্রনালয়ের আইএমই বিভাগ, CPTU (Central Procurement Technical Unit) কর্তৃক পরিচালিত e-GP পোর্টালের শুভ উদ্বোধন করেছেন। অগ্রণী ব্যাংক লিমিটেড উক্ত e-GP সিস্টেমের সাথে স্বতঃস্ফুর্তভাবে সম্পৃক্ত সেবাদানকারী অন্যতম একটি প্রতিষ্ঠান । অত্র ব্যাংকের সকল শাখা থেকে ই-জিপি সিস্টেম দ্বারা টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারদের নিবন্ধন ফি, নবায়ন ফি, টেন্ডার ডকুমেন্ট ফি, ব্যাংক গ্যারান্টি ইত্যাদি গ্রহণ করা হচ্ছে । e-Tendering এ অংশগ্রহণেচ্ছুক/অংশগ্রহণকারী সম্মানিত ঠিকাদারবৃন্দকে অগ্রণী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা থেকে উক্ত সুবিধা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো ।
এক্ষুনি এ সুবিধা গ্রহণ করুন । বিস্তারিত জানতে e-GP এর ওয়েবসাইট www.eprocure.gov.bd তে visit করুন ।