গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের CPTU (Central Procurement Technical Unit ) এর পরিচালিত e-GP সিস্টেমের মাধ্যমে অগ্রণী ব্যাংক পিএলসি. অন্যতম সেবাদানকারী প্রতিষ্ঠান। অত্র ব্যাংকের সকল শাখা থেকে e-GP সিস্টেমের মাধ্যমে টেন্ডারে অংশগ্রহণকারী সম্মানিত ঠিকাদারগণের নিবন্ধন ফি, নবায়ন ফি, টেন্ডার ডকুমেন্ট ফি, ব্যাংক গ্যারান্টি ইত্যাদি গ্রহণ করা হচ্ছে। e-Tendering এ অংশগ্রহণেচ্ছুক/অংশগ্রহণকারী সম্মানিত ঠিকাদারগনকে অগ্রণী ব্যাংক পিএলসি. এর যেকোন শাখা থেকে উক্ত সুবিধাসমূহ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত জানতে e-GP এর ওয়েবসাইট ... www.eprocurement.gov. bd তে VISIT করা যেতে পারে।