জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি.। ১৮ অক্টোবর ২০২৩ শেখ রাসেল দিবস উদ্যাপন উপলক্ষে ব্যাংকের পক্ষে সকাল ৭টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপকগণ, সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শেখ রাসেল দিবস উদ্যাপনের অংশ হিসেবে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণে বিকেলে তাঁর জীবনীভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) ২০২০-২১ সংক্রান্ত মার্চ-২০২১ ভিত্তিক ৯ম মাসিক সভা জনাব মোঃ আসাদুল ইসলাম,সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর সভাপতিত্বে ০৯ মার্চ ২০২১ তারিখ মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় অর্থ মন্ত্রণালয় এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০১৯-২০২০ অর্থবছরে সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) মূল্যায়নে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে ‘১ম স্থান’ অর্জন করায় অগ্রণী ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ প্রদান এবং সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম।
এ অর্জনে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ১৩ হাজার নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে অগ্রণীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অগ্রণী ব্যাংকের নারীদের উদ্যোগে “আন্তর্জাতিক নারী দিবস-২০২১” উপলক্ষে ০৮ মার্চ, ২০২১ তারিখে জুম ওয়েবিনার (ভার্চুয়াল পদ্ধতি) এর মাধ্যমে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের মাননীয় পরিচালক জনাব তানজিনা ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম, জনাব রুবানা হক, ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদী গ্রুপ, উজমা চৌধুরী, পরিচালক (অর্থ), প্রান-আরএফএল গ্রুপ, সৈয়দা হুমায়রা বিলকিস, স্বত্তাধিকারী-ড্যাজল এবং হোসনে আরা বেগম, এক্সিকিউটিভ ডিরেক্টর, টিএমএসএস সাথে মায়া রানী বাউল নারী উদ্যোক্তা কলা কোপা শাখা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রূবানা পারভীন, উপ-মহব্যবস্থাপক, ফরেন রেমিট্যান্স ডিভিশন, প্রধান কার্যালয়, অগ্রণী ব্যাংক লিমিটেড, ঢাকা। জুম ওয়েবিনারে অত্র ব্যাংকের প্রায় সকল নারী নির্বাহী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের পুরোধা সফল নেতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম নারী নেতৃত্ব গড়ে তোলার প্রয়াসে হাসি মুখে প্রতিনিয়ত প্রতিটি নারী কে অনুপ্রানিত করে নেতৃত্বের স্থানে পদায়ন করে চোখে আঙ্গুল দিয়ে যেন দেখিয়ে দিয়েছেন যোগ্যতাকে দাবিয়ে রাখা যায় না যার ফলে অগ্রণী ব্যাংক আজ প্রায় সকল সুচকে ১ম স্থানের অধিকারী। মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরনের সাথী হয়ে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহোদয় জুম ওয়েবনিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মকর্তা এবং নির্বাহীদের বক্তব্য রাখার একটি মঞ্চ তৈরী করে দেন। অনুষ্ঠানটি দেখতে দেখতে অগ্রণী পরিবারের প্রতিটি নারী মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সেই সাথে মাননীয় প্রধান মন্ত্রীকে কৃতজ্ঞতাজ্ঞ্যপন করেন। সভায় বক্তব্য রাখেন এবিটিআই এর ডিরেক্টর সুপ্রভা সাঈদ, কুমিল্লার অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক গীতা রানী মজুমদার, গুলশান শাখার জনাব উপ-মহাব্যবস্থাপক শাহীনূর, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রিতি, সহকারী মহাব্যবস্থাপক, নাবিলা, মুক্তা সাদিয়া মুন্নি। উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আনিসুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম নারী দিবসকে কেন্দ্র করেই বার বার নেতৃত্ব গঠনের বিষয়টি সামনে নিয়ে এসেছে। এযেন সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কবিতার মতো ক্ষুদ্র শিশুর কাছে এ মোর অঙ্গীকার। আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয় যেন অঙ্গীকারবদ্ধ নারী নেতৃত্ব তৈরী করার পৃষ্ট পোষকতা প্রদান করার। সভায় প্রধান অতিথি তানজিনা ইসমাইল বিবেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানটি বিরতিহীন ভাবে দেখেন। সত্যিই তিনি নেত্রী। তিনি তার বক্তব্যে প্রতিটি নারী কর্মকর্তা কর্মচারীর বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন। সবচাইতে বেশী আপ্লুত হন নেপথ্যচারী অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর নেপথ্যে থেকে সুষ্ঠুভাবে সম্পুর্ন অনুষ্ঠানটিকে সফল করেও কৃতিত্বটি নিজে না নেয়ার বিষয়টিতে। তিনি বিশেষ ভাবে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদান শুরু হওয়ার পঞ্চম দিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন অগ্রণী ব্যাংক পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের টিকা কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণ করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. জায়েদ বখত, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মনোয়ার হোসেন এফসিএ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
করোনা ভ্যাকসিন গ্রহণের পর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি জানিয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল ইসলাম বলেছেন, ‘নিজের পরিবার, সমাজ এবং দেশের স্বার্থে সবারই উচিত করোনা ভ্যাকসিন গ্রহণ করা। বাংলাদেশ প্রথম সারির কয়েকটি দেশের একটি যারা শুরুর দিকেই ভ্যাকসিন নিশ্চিত করতে পেরেছে। পৃথিবীর এখনও অনেক দেশ ভ্যাকসিন পায়নি; অনেক দেশ আছে তারা কবে নাগাদ ভ্যাকসিন পাবে সেটার নিশ্চয়তাই পায়নি। সেখানে বাংলাদেশ ভ্যাকসিন কার্যক্রম সারাদেশে সাফল্যের সঙ্গে পরিচালনা করছে। দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে।’
On the eve of International Mother Language Day 2021, Agrani Bank Limited, being the first among the state-owned commercial banks, launched Bangla version of their website. Mohammad Shams-ul Islam, Hon'ble Managing Director and CEO of Agrani Bank Limited announced the launch of Bangla version of Agrani Bank Limited's website on 02/02/2021. The bank's Deputy Managing Director Md. Anisur Rahman, Deputy Managing Director Md. Wali Ullah, General Manager (CITO) Muhammad Mahmud Hasan, General Manager (CFO) Md. Monowar Hossain, General Manager Md. Akhtarul Alam , General Manager Hossain Iman Akand , Deputy General Manager (IT&MIS) Md. Afzal Hossain and Other executives & officers of IT &MIS Division were also present at the inaugural ceremony. While inaugurating the website, the Managing Director and CEO of the Bank expressed his hope that through the Bangla website, the information of the bank will be easily accessible to the general people through the mother tongue.
সম্প্রতি অগ্রণী ব্যাংকের ফ্ল্যাগশীপ রেমিট্যান্স কোম্পানী অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিংগাপুর, স্থানীয় ফিনটেক কোম্পানী “ফ্লেক্সএম” এর সহায়তায় চালু করা “মোবাইল রেমিট্যান্স এ্যাপ” সিংগাপুর এর কেন্দ্রীয় ব্যাংক মনিটারী অথরিটি অব সিংগাপুর (এমএএস) কর্তৃক আয়োজিত “২০২০ ফিনটেক ফেস্টিভাল” এ ফিনটেক এওয়ার্ড (Fintech Award) এর জন্য ৫৫টি দেশের ৩২৬টি উদ্ভাবন/সল্যুশন এর মধ্যে এশিয়ান ফিনটেক বিভাগে ৩য় স্থান অধিকার করে। উল্লেখ্য অগ্রণী এক্সচেঞ্জ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২০ এ রেমিট্যান্স এ্যাপটি প্রচলন করে যার ফলে করোনা ভাইরাস মহামারীর মধ্যে সিংগাপুরস্থ প্রবাসী বাংলাদেশীরা ঘরে বসে কিংবা আইসোলেশনে থেকে মোবাইলের মাধ্যমে তাদেও কষ্টঅর্জিত বৈদেশিক মুদ্রা স্বাচ্ছন্দে রেমিট্যান্স পাঠাতে পেরেছে যা সিংগাপুরে প্রশংসিত হয়েছে। অগ্রণী ব্যাংক রেমিট্যান্স আহরনে দীর্ঘদিন ধরে সরকারী ব্যাংকের মধ্যে প্রথম স্থান অধিকার করছে।
সরকারী কোষাগারে সহজে যে কোন ধরনের চালান জমা দেওয়ার জন্য অগ্রণী ব্যাংকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি ( Automated Challan System ) এর উদ্ধোধন করা হয়। স্বয়ংক্রিয় চালান পদ্ধতির উদ্ধোধন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম যুগ্ম সচিব, প্রোগ্রাম এক্সিকিউটিভ এন্ড কো-অর্ডিনেটর, BACS & iBAS++ Scheme , অর্থ মন্ত্রণালয়, এ.কে.এম. মুখলেছুর রহমান, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক এবং সিনিয়র ফাংশনাল কনসালটেন্ট, BACS & iBAS++ Scheme , অর্থ মন্ত্রণালয়। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ওয়ালি উল্লাহ, মোঃ আব্দুস সালাম মোল্যা, মহাব্যবস্থাপক,মোঃ মনোয়ার হোসেন,এফসিএ, মোঃ মোজাম্মেল হোসেন, মহাব্যবস্থাপক, প্রধান শাখাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
"এখন থেকে সরকারী E-চালান সেবা অগ্রণী ব্যাংকে পাওয়া যাবে"।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান এবং মোঃ রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, এফ সি এ (সি এফ ও এবং হেড অফ আই সি সি),উপ-মহাব্যবস্থাপক বৃন্দ, এক্সিকিউটিভ ফোরাম,অফিসার সমিতি, সি বি এ, মুক্তিযোদ্ধ কমান্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অগ্রণী ব্যাংক প্রধাণ শাখায় সারাদিন ব্যাপি কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর ১০ম বার্ষিক সাধারণ সভা অদ্য ২৮ জুলাই, ২০২০ মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ড. জায়েদ বখত্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হোল্ডিং কোম্পানি অগ্রণী ব্যাংক লিমিটেড এর প্রতিনিধি হিসাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কাশেম হুমায়ূন, কোম্পানির পরিচালক মিসেস মাহমুদা বেগম (অতিরিক্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ), মোহম্মদ শামস্-উল ইসলাম (এমডি ও সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড), মোঃ আনিসুর রহমান (ডিএমডি, অগ্রণী ব্যাংক লিমিটেড), মৃত্যুঞ্জয় সাহা (যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়) এবং সিইও আহমদ ইয়ূসুফ আব্বাস অংশগ্রহণ করেন। কোম্পানি সচিব মিসেস অরুন্ধতী মন্ডল সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন। সভায় ৯ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ ও ২০১৯ খ্রিস্টাব্দের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।
সিলেটের স্বনামধন্য প্রয়াত চিকিৎসক ডাঃ জামশেদ বখত এর সহধর্মীণি ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. জায়েদ বখত এর মাতা মিসেস জেবুন নেছা খাতুন ২৯ মে ২০২০ তারিখে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) তার বয়স হয়েছিলো ৯০ বৎসর।
তিনি তার তিন পুত্র ড. শামসির বখত, ড. জায়েদ বখত, ড. শোয়াইব বখত, কন্যা মিসেস রোকেয়া ইসলাম, নাতি-নাতনী, আত্বীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।
২০-০৫-২০২০ তারিখে অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত এর সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরিচালনা পর্ষদের ৬৬৪ তম ৬ষ্ঠ ভার্চুয়াল বোর্ড সভা অনুষ্ঠিত হয়। অনলাইন সভায় চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, পরিচালক মিসেস মাহমুদা বেগম, জনাব কাশেম হুমায়ুন, ড. মোঃ ফরজ আলী, জনাব কে এম এন মঞ্জুরুল হক লাবলু, জনাব খোন্দকার ফজলে রশিদ, জনাব আব্দুল মান্নান ও পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব কাজী ছাইদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ আনিসুর রহমান, জনাব মোঃ রফিকুল ইসলাম, জনাব নিজাম উদ্দীন আহাম্মদ চৌধুরী পর্ষদ সভায় অংশ গ্রহন করেন।
০৫-০৫-২০২০ তারিখে অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত এর সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরিচালনা পর্ষদের ৬৬০ তম ২য় ভার্চুয়াল বোর্ড সভা অনুষ্ঠিত হয়। অনলাইন সভায় চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, পরিচালক মিসেস মাহমুদা বেগম, জনাব কাশেম হুমায়ুন, ড. মোঃ ফরজ আলী, জনাব কে এম এন মঞ্জুরুল হক লাবলু, জনাব খোন্দকার ফজলে রশিদ, জনাব আব্দুল মান্নান ও পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব কাজী ছাইদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ আনিসুর রহমান, জনাব মোঃ রফিকুল ইসলাম, জনাব নিজাম উদ্দীন আহাম্মদ চৌধুরী পর্ষদ সভায় অংশ গ্রহন করেন।
অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত এর সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরিচালনা পর্ষদের ৬৫৯ তম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। অনলাইন সভায় চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, পরিচালক মিসেস মাহমুদা বেগম, জনাব কাশেম হুমায়ুন, ড. মোঃ ফরজ আলী, জনাব কে এম এন মঞ্জুরুল হক লাবলু, জনাব খোন্দকার ফজলে রশিদ, জনাব আব্দুল মান্নান ও পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব কাজী ছাইদুর রহমান নিজ নিজ বাসা থেকে এবং ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম অফিস থেকে পর্ষদ সভায় অংশ গ্রহন করেন। সভায় সরকারের চলমান আর্থিক প্রণোদনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের এই ধরনের ডিজিটাল পদ্ধতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরিচালনা পর্ষদের সভা সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আইটি এন্ড এমআইএস ডিভিশনের সকলকে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ, ২০২০ তারিখে অগ্রণী ব্যাংক লিমিটেড-এ জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং কেক কাটা, সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাবসিডিয়ারী প্রতিষ্ঠান অগ্রণী এক্সচেঞ্জ হাউজ (প্রাঃ) লিমিটেড, সিঙ্গাপুর মোবাইল এ্যাপ এর মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের ব্যবস্থা উদ্বোধন, ১০০ জনের স্বেচ্ছায় রক্তদান সহ জাতির পিতার জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য এ দিনে ব্যাংকের খেলাপী গ্রাহকদের ঋণের দায়মুক্তির জন্য ‘খেলাপী ঋণ আদায়’ কর্মসূচী গ্রহণ করা হয় , যার আওতায় ব্যাংকের বিভিন্ন শাখার মোট ৮৭১ জন খেলাপী ঋণগ্রহীতা তাদের ঋণের দায়মুক্ত হওয়ার পদক্ষেপ হিসেবে তাৎক্ষণিকভাবে ৪.৫৪ (চার কোটি চুয়ান্ন লক্ষ) কোটি টাকা পরিশোধ করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, ঋণ আদায়ের এ ধারা বছরব্যাপী অব্যহত থাকবে-যার শুরু হল জন্মশত জয়ন্তীতে। ব্যাংকিং কর্মকান্ডকে জন্মশত জয়ন্তীতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম যেভাবে তুলে নিয়ে এসেছেন তা বাংলাদেশের অন্য কোন ব্যাংকেই হয়নি। তাই অগ্রে থেকে অগ্রণী ব্যাংকই প্রথম। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব কে, এম, এন, মনজুরুল হক লাবলু প্রধান অতিথি হিসেবে এবং অন্যান্য নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
১৭মার্চ ২০২০ সকাল ১০টায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের প্রাঙ্গনে খুবই স্বল্প পরিসরে প্রানের টানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী তে একটি আলোচনা সভা, রক্ত দান কর্মসূচী , ঋন আদায় কর্মসূচী, সিংগাপুরস্থ প্রবাসীদের মোবাইল এর মাধ্যমে টাকা প্রেরণ সংক্রান্ত এ্যাপ উদ্বোধণ , বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন সহ কিছু কর্মসূচীর আয়োজন করা হয়। করোনা ভাইরাসের কারনে সতর্কতা হিসেবে লোক সমাগম সীমিত করা হয়।
ঋন আদায় কর্মসূচীতে ১৩৩ জন ঋন গ্রহীতার নিকট থেকে ২ কোটি ৮৫ লক্ষ টাকা আদায় হয় যারা বঙ্গবন্ধরু জন্মশত বার্ষিকী তে বঙ্গবন্ধু কে নিবেদন করে ঋন মুক্ত হন। এছাড়াও কেক কাটার পাশাপাশি বঙ্গবন্ধুকে করে ”জনমে জনমে মুজিব” নামে একটি স্মরণিকার মোড়ক উন্মচন হয়।
ভয়ভীতি সংক্রমনের বাধা নিষেধ এর বেড়াজাল টপকে যেন নিজেদের অস্তিত্বকেই শ্রদ্ধা জানাতে অগ্রণী ব্যাংকে উপস্থিত হয়েছিলেন ব্যাংকের সম্মানীত পরিচালক কে,এম,এন,মঞ্জুরুল হক লাভলু ,ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম সহ অন্যান্য Da¦©ZY,নির্বাহীবৃন্দ ,কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম তার আলোচনায় উল্লেখ করেন যে,অগ্রণী ব্যাংক এর নামকরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গিয়েছিলেন - ব্যাংক তার ব্যতয় কখনোই ঘটতে দেবে না । অবিরত অগ্রযত্রায় থাকবে আমাদের এই অগ্রণী ব্যাংক লিমিটেড ।
সম্প্রতি ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০ এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর জনাব ফজলে কবির কর্তৃক আর্থিক অন্তর্ভূক্তি কার্যক্রমের আওতায় কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) অর্থায়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এর শতভাগ মালিকানাধীণ অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেড কে প্রদত্ত ‘সম্মাননা স্মারক’ কোম্পানীর হোল্ডিং কোম্পানী অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত কে উপস্থাপন করেন জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম, চেয়ারম্যান, অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেড ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও অগ্রণী ব্যাংক লিমিটেড। এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ, ব্যাংক এবং কোম্পানীর উর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
অমর ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম এর নেতৃত্বে অগ্রণী ব্যাংক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পরিষদ এর সম্মানীত পরিচালক কে এম এন মনজুরুল হক লাভলু । এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যাংকের এক্সিকিউটিভ ফোরাম, অফিসার সমিতি, সিবিএ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অগ্রণী ব্যাংক লিমিটেড এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ মোহাম্মদপুরস্থ ফিজিক্যাল কলেজ খেলার মাঠে ১৫ই ‡deªæqvix ২০২০ শনিবার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্ধোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ড. জায়েদ বখত,পরিচালকবৃন্দ এবং ব্যাংকের পর্যবেক্ষক মহোদয় উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকবৃন্দ সহ বিভিন্ন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ।
উৎসবমুখর দিন শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
ব্যাংকিং সেবা আরো সম্প্রসারিত করার লক্ষ্যে সম্প্রতি অগ্রণী ব্যাংক লিমিটেড, খালিশপুর বাজার শাখা, ঝিনাইদহ নামে ব্যাংকের একটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম মনিরুজ্জামান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহাম্মদ শামস-উল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা,এবং ব্যাংকের সম্মানীত মহাব্যবস্থাপক, জনাব, মোঃ আনোয়ারুল ইসলাম, খুলনা সার্কেল, খুলনা, মোঃ ফরিদুল আলম সহ ব্যাংকের উর্দ্ধতন নির্বাহী বৃন্দ। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের সম্মানীত উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, জনাব সদর উদ্দিন আহমেদ।
১৬ই ডিসেম্বর ২০১৯ মহান বিজয় দিবসে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলামের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীরমুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে অগ্রণী ব্যাংক মহান বিজয় দিবস উদযাপন কমিটি। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ড. মোঃ ফরজ আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী, মোঃ রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপকবৃন্দ, ব্যাংকের সকল সংগঠন এক্সিকিউটিভ ফোরাম, অফিসার সমিতি, সিবিএ এবং অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধা সংসদ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীগণ
অগ্রণী ব্যাংক লিমিটেড এর ইসলামী ব্যাংকিং ইউনিট কর্তৃক আল্লাহ্র রাস্তায় সেবা প্রদানের লক্ষ্যে অগ্রণী ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী এবং প্রধান কার্যালয়ের আশে-পাশের জনসাধরনের জরুরী সেবার জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড-কে একটি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।২১/১১/২০১৯ তারিখে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ইসলামী ব্যাংকিং ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক জনাব মাহমুদুল আমীন মাসুদ এ্যাম্বুলেন্সটির চাবি অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম এর নিকট হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ডিএমডি জনাব মোঃ ইউসুফ আলী, ডিএমডি জনাব মোঃ আনিসুর রহমান, ডিএমডি জনাব মোঃ রফিকুল ইসলাম এবং অন্যান্য মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকবৃন্দও উপস্থিত ছিলেন।
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট,সাত মসজিদ রোড, ঢাকা এবং অগ্রণী ব্যাংক লিমিটেড, ল’ ডিভিশন প্রধান কার্যালয়, ঢাকা কর্তৃক ১৬-১১-২০১৯ তারিখ রোজ শনিবার ব্যাংকের আইন পরামর্শক/আইন উপদেষ্টা/প্যানেল আইনজীবীদের সঙ্গে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড এর আইনী পরামর্শক, সৈয়দ আব্দুর রহিম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।
অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক মিসেস অনিতা দে এর কন্যা বনশ্রী দত্ত ২০১৯ সনের এস এস সি পরীক্ষায় ঢাকা বোর্ড হতে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করায় তার উজ্জল ভবিষ্যত কামনা করে অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা,সম্মাননা ক্রেষ্ট এবং ১.০০ লক্ষ(এক লক্ষ) টাকার চেক প্রদান করা হয়। চেকটি বনশ্রী দত্তের হাতে তুলে দেন পরিচালনা পর্ষদের সম্মানীত চেয়ারম্যান ড. জায়েদ বখত। এ সময় পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক মিসেস মাহমুদা বেগম,জনাব মোঃ আনছার আলী খান,ড.মোঃ ফরজ আলী,জনাব খোন্দকার ফজলে রশিদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক,অগ্রণী ব্যাংক লিমিটেড এর পর্যবেক্ষক,জনাব কাজী ছাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম সহ উপ-ব্যবস্থাপনা পরিচালক মহোদয়গন উপস্থিত ছিলেন।
অগ্রণী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের ৯ম তলায় কেন্দ্রীয় নামায ঘরে, জাতীয় চার নেতার শাহাদাত বার্ষিকী ও ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক,নির্বাহী, এক্সিকিউটিভ ফোরাম,অফিসার সমিতি, সিবিএর নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষে প্রবাসি বাংলাদেশীদের অবদানের স্বীকৃতি এবং ব্যাংকিং চ্যানেলে অধিক পরিমান বৈদেশিক মূদ্রা প্রেরণে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ৬ষ্ঠ বারের মতো প্রবাসী বাংলাদেশীদের কে সম্মাননা প্রদান করেন। এ উপলক্ষে ০৭ অক্টোবর ২০১৯ তারিখ বিকেল ৩.০০ ঘটিকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স মিলনায়তনে।“বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৮” শীর্ষক এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল,এফসিএ,(এমপি)। ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স আহরনে অগ্রণী ব্যাংক লিমিটেড সরকারী ব্যাংকের মধ্যে প্রথম স্থান অধিকার করায় অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল,এফসিএ,(এমপি)এর নিকট থেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড গ্রহন করেছেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। স্কীল্ড ক্যাটাগরীতে জনাব মোঃ জাকির হোসেন অগ্রণী ব্যাংক লিমিটেড, বোরহানউদ্দিন শাখা ভোলার মাধ্যমে সর্বাধিক রেমিট্যান্স প্রেরন করে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুল ইসলাম, সিনিয়র সচিব,আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়,এবং জনাব ফজলে কবির,গভর্নর,বাংলাদেশ ব্যাংক।
অগ্রণী ব্যাংক লিমিটেড এর নির্বাহী/কর্মকর্তা/কর্মচারীবৃন্দের ক্রনিক ডিজিজ প্রতিরোধ এবং সু-স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে স্বাস্থ্য সচেতনতা উন্নয়নের জন্য মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহোদয়ের নির্দেশক্রমে স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন কর্মস–চীর আয়োজন করা হয়। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম ০৩-১০-২০১৯ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকায় প্রধান শাখা, ঢাকায় অগ্রযাত্রায় অগ্রণী স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন কর্মসূচী উদ্ধোধন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান কার্যালয়ের সকল নির্বাহী/কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকিং সেক্টরে নির্বাহী/কর্মকর্তা/কর্মচারীদের কর্মকান্ডকে এগিয়ে নেয়ার লক্ষ্যে স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করে এ ধরনের কর্মসূচী গ্রহনে অগ্রণী ব্যাংকই প্রথম।
জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-২০১৭ অর্জনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড এর গ্রাহক প্রতিষ্ঠানসমূহকে বাণিজ্যিক ব্যাংক গুলোর মধ্যে সর্বপ্রথম অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে এক সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অগ্রণী ব্যাংক ভবনের ৬ষ্ঠ তলায় বোর্ড রুমে গত ৩০-০৯-২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুল ইসলাম , সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর সম্মানিত পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মহোদয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. জায়েদ বখ্ত, বিশিষ্ট অর্থনীতিবিদ ও চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, অগ্রণী ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং মহাব্যবস্থাপকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক এ ধরণের অনুষ্ঠানের উদ্যোগ নেয়ার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রপ্তানিতে অসামান্য অবদানের জন্য রপ্তানিকারকদেরকে প্রকৃত বীর বলে অভিহিত করেছেন। নতুন নতুন বাজারে প্রবেশ এবং অপ্রচলিত পণ্য রপ্তানির উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করার আহবান করেছেন ।
উক্ত সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রেষ্ট গ্রহণ করেনঃ
নোমান টেরি টাওয়াল মিলস লিঃ, প্রাণ এগ্রো লিঃ, জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স, এনভয় টেক্সটাইল লিঃ, বে-ফুড ওয়্যার লিঃ, এফবি ফুট ওয়্যার লিঃ, বিআরবি ক্যাবল ইন্ডাঃ লিঃ, অ্যালিন ফুট প্রডাক্ট লিঃ, অ্যালিন ফুডস্ ট্রেড, রংপুর মেটাল ইন্ডাষ্ট্রিজ, ডিউরেবল প-াষ্টিকস লিঃ, বিএসআরএম স্টীলস, নিহাও ফুড কোং লিঃ, বিবিজে লেদার গুডস লিঃ, জাবের এন্ড জুবায়ের এক্সেসরীজ, হবিগঞ্জ এগ্রো লিঃ, অলপ-াষ্ট বাংলাদেশ লিঃ এবং, করিম জুট স্পিনার্স লিঃ ।
অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড।