On the eve of International Mother Language Day 2021, Agrani Bank Limited, being the first among the state-owned commercial banks, launched Bangla version of their website. Mohammad Shams-ul Islam, Hon'ble Managing Director and CEO of Agrani Bank Limited announced the launch of Bangla version of Agrani Bank Limited's website on 02/02/2021. The bank's Deputy Managing Director Md. Anisur Rahman, Deputy Managing Director Md. Wali Ullah, General Manager (CITO) Muhammad Mahmud Hasan, General Manager (CFO) Md. Monowar Hossain, General Manager Md. Akhtarul Alam , General Manager Hossain Iman Akand , Deputy General Manager (IT&MIS) Md. Afzal Hossain and Other executives & officers of IT &MIS Division were also present at the inaugural ceremony. While inaugurating the website, the Managing Director and CEO of the Bank expressed his hope that through the Bangla website, the information of the bank will be easily accessible to the general people through the mother tongue.
সরকারী কোষাগারে সহজে যে কোন ধরনের চালান জমা দেওয়ার জন্য অগ্রণী ব্যাংকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি(Automated Challan System) এর উদ্ধোধন করা হয়। স্বয়ংক্রিয় চালান পদ্ধতির উদ্ধোধন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম যুগ্ম সচিব, প্রোগ্রাম এক্সিকিউটিভ এন্ড কো-অর্ডিনেটর, BACS & iBAS++ Scheme, অর্থ মন্ত্রাণালয়, এ.কে.এম. মুখলেছুর রহমান, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক এবং সিনিয়র ফাংশনাল কনসালটেন্ট, BACS & iBAS++ Scheme, অর্থ মন্ত্রাণালয়। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ওয়ালি উল্লাহ, মোঃ আব্দুস সালাম মোল্যা, মহাব্যবস্থাপক, মোঃ মনোয়ার হোসেন, এফসিএ, মোঃ মোজাম্মেল হোসেন, মহাব্যবস্থাপক, প্রধান শাখাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
"এখন থেকে সরকারী ঊ-চালান সেবা অগ্রণী ব্যাংকে পাওয়া যাবে"।