- অগ্রণী ব্যাংক পিএলসি. এর দেশব্যাপী বিস্তৃত ৯৭৯টি শাখার মাধ্যমে সরকারি সকল রাজস্বের টাকা অটোমেটেড চালান (এ-চালান) এর মাধ্যমে জমা দেয়া যাচ্ছে।
- অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে অনলাইনেও সরকারি সকল রাজস্ব এর টাকা জমা দেয়া যায়।
- -চালান এর মাধ্যমে সকল প্রকার আয়কর, ভ্রমন কর, মূল্য সংযোজন কর, ভূমি উন্নয়ন কর, আবগারী শুল্ক, সম্পূরক শুল্ক, কাস্টমস শুল্ক, পাসপোর্ট ফি, জাতীয় পরিচয়পত্র ফি, কোর্ট ফি, পুলিশ ক্লিয়ারেন্স ফি, নামজারি ও জমা খারিজ ফি সহ বিভিন্ন সরকারী রাজস্ব/ফি প্রদান করা যাচ্ছে।
- -চালান সংক্রান্ত যে কোন প্রয়োজনে অগ্রণী ব্যাংক পিএলসি. এর নিকবর্তী শাখায় যোগাযোগ করতে পারেন অথবা অফিস সময়ে এ-চালান সেল, প্রধান কার্যালয়, ঢাকায় ফোন করতে পারেন। ফোন নম্বর: 0222-335-3102