অত্র ব্যাংকের সকল নির্বাহী/ কর্মকর্তা/কর্মচারীগণ ”গ্রাহক সেবা সহজীকরণের নিমিত্তে যে কোন ধারণা/সেবা” উদ্ভাবনী ধারণা ছকে Nikosh font এ পূরণ করতঃ innovation.agrani@gmail.com- এ ইমেইলের মাধ্যমে প্রেরণ করতে পারবেন। গৃহীত ধারণা প্রদানকারীকে প্রেষণামূলক প্রণোদনা/পুরস্কার (প্রশংসাপত্র, আর্থিক, দেশ বা বিদেশে ট্রেনিং ইত্যাদি) প্রদান করা হবে। প্রয়োজনে উপ-মহাব্যবস্থাপক, আইটি এন্ড এমআইএস ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা, ফোন নং +৮৮-০২-৯৫৫২০৯৩ এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

1. উদ্ভাবনী ধারণা ছক(pdf)
2. উদ্ভাবনী ধারণা ছক(Word)